Logo

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৩, ১১:১৪
11Shares
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ
ছবি: সংগৃহীত

১৩ জন আওয়ামী লীগের দুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শেখ হাসিনার উপহার হিসেবে জয়পুরহাটে ১৩ জন আওয়ামী লীগের দুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান  হাসানুজ্জামান মিঠু, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এটিএম আলমগীর কবীর অভ্র, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

গত ৭ মাসে জেলায় তিন শতাধিক মানুষের মাঝে প্রায় দুই কোটি টাকার চেক বিতরণ করেছেন এই আওয়ামী নেতা।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD