Logo

ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে হবে: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
29Shares
ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে হবে। কে বা কারা সাংবাদিক হবেন, তার একটি নীতিমালা থাকা দরকার। এ বিষয়ে প্রেস কাউন্সি...

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে হবে। কে বা কারা সাংবাদিক হবেন, তার একটি নীতিমালা থাকা দরকার। এ বিষয়ে প্রেস কাউন্সিলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তোপখানা রোডে বাংলাদেশে প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক নয় অথচ এখন অনেকে এখন সাংবাদিক বলে পরিচয় দেয়। সাংবাদিক হওয়ার যোগ্যতা ও যাচাই বাছাই প্রক্রিয়ার কাজটা সহজ নয়। তবে একটি ডাটাবেজ তৈরি করা হলে তখন সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা আসবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সার্চ কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বিএনপি। বিএনপি নেতারা সবসময় সরকারের ব্যর্থতাই দেখেন, সফলতা দেখেন না। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD