ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে হবে: তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভুয়া সাংবাদিক চিহ্নিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে হবে। কে বা কারা সাংবাদিক হবেন, তার একটি নীতিমালা থাকা দরকার। এ বিষয়ে প্রেস কাউন্সিলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তোপখানা রোডে বাংলাদেশে প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক নয় অথচ এখন অনেকে এখন সাংবাদিক বলে পরিচয় দেয়। সাংবাদিক হওয়ার যোগ্যতা ও যাচাই বাছাই প্রক্রিয়ার কাজটা সহজ নয়। তবে একটি ডাটাবেজ তৈরি করা হলে তখন সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা আসবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এ সময় বিএনপির বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সার্চ কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বিএনপি। বিএনপি নেতারা সবসময় সরকারের ব্যর্থতাই দেখেন, সফলতা দেখেন না। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

ওআ/