Logo

ঈশ্বরদীতে নারীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৩, ১৩:১১
ঈশ্বরদীতে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

দুবৃর্ত্তরা ঘরের মালামাল লুট করতে আসে। এতে বাধা দিলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে

বিজ্ঞাপন

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়ি থেকে হাজেরা খাতুন (৭৬) নামের এক মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাজেরা খাতুন প্রয়াত অধ্যাপক মোহাম্মাদ হবিবুল্লাহের স্ত্রী।

সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর পাকশীর ইপিজেড মোড়স্থ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত হাজেরা খাতুন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুলের বড় বোন। স্বামীর মৃত্যুর পর নিহত হাজেরা খাতুন একাই ইপিজেডমোড়স্থ নিজবাড়িতে থাকতেন। 

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই হাবিবুল ইসলাম হব্বুল জানান, তার বড় বোন হাজেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ে। ২ মেয়ে বিদেশ ও অন্যরা ঢাকায় বসবাস করেন। তার ভগ্নিপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মাদ হবিবুল্লাহ মৃত্যুর পর থেকে বোন হাজেরা খাতুন একাই বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে ঢাকায় ছেলে মেয়েদের কাছে থাকতেন।

বিজ্ঞাপন

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হাজেরা খাতুন নিজ বাড়িতে একাই থাকতেন। এই সুযোগে দুবৃর্ত্তরা ঘরের মালামাল লুট করতে আসে। এতে বাধা দিলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আলামত দেখে মনে হচ্ছে ইফতারের আগে তার ঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের ঘরের আলমারির দরজা ভাঙ্গা রয়েছে। ঘরের কাপড় এলোমেলো করে রাখা হয়েছে। হত্যার পর লাশের হাতের কিছু অংশ বাইরে রেখে পুরো শরীর অনেকগুলো কাপড় দিয়ে ঢেকে রেখেছে দুর্বৃত্তরা। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলেই সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে। কিভাবে খুন করা হয়েছে তখন তা জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD