আমি নার্স, আমাকে হাসপাতালে যেতেই হবে


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৩


আমি নার্স, আমাকে হাসপাতালে যেতেই হবে
ছবি: দৈনিক জনবাণী

ক্লান্ত আমি, বলহীন শরীর আমার,

আমাকে হাসপাতালে যেতেই হবে

কারন আমি নার্স।

হৃদয়ে আমার একটাই ধ্বনি

সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা।


মায়ের জায়গায় নাকি বড় বোন থাকে

এটাই তো শুনে আসছি,

পৃথিবীর মায়া ত্যাগ করেছে বোন আমার,

আমাকে হাসপাতালে যেতেই হবে

কারণ আমি তো নার্স।

বোনের শেষ মুখ দেখা হবেনা কারণ

চোখের সামনে হাজারো মানুষের

মা বোনের দায়িত্বের ভার কাঁধে আমার।


আমাকে হাসপাতালে যেতেই হবে

কারণ আমি তো নার্স।

আমার ধর্মই তো সেবা করা

মাইগ্রেনের ব্যাথা? এ তো সামান্য বিষয়,

নার্সদের কি আর ব্যাথা থাকতে হয়?

নার্সের আবার ক্লান্তি কিসের?

নার্স তো জন্মগত রোবট, আমার মনে হয়!


আমি নার্স, আমার আবার ঘুম কিসের?

রাত জেগে সেবা করাই তো আমার ধর্ম!

কিন্তু অভিযোগ তো সেখানে নয়!

এতো কিছু ত্যাগের বিনিময়েও

প্রাপ্য সম্মানটুকু আমাদের কই?

উল্টো... অভিযোগে কেনো জর্জরিত হই?


হাসপাতালে রোগী মারা গেলে অভিযোগ,

নার্স আমার বাবাকে মেরে ফেলেছে,

অপারেশন শেষে রোগী বমি করলে

অভিযোগ আসে, নার্স আমার মাকে

কি খাওয়াইলো? কেনো আমার মা বমি করবে?

তবুও তো আমার হাসপাতালে যেতেই হবে

কারণ আমি তো নার্স।


তবুও দিনশেষে নার্স হিসেবে গর্ববোধ করছি।

আমার হৃদয়ের একটাই ধ্বনি 

সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা।