ভারতে বাঘের সংখ্যা বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩
ভারতে এবার বাঘের সংখ্যা বেড়েছে। ২০২২ সালে দেশটিতে বাঘের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ১৬৭টি। বাঘ সংরক্ষণের ৫০ বছর উপলক্ষে প্রকাশিত জরিপের ফলে এই কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হিসেব মতে ভারতে বাঘ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছিল। এই সময়ে বাঘের সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৯৬৭টি। বর্তমানে সেটি ৩ হাজার ছাড়িয়েছে।
রবিবার (৯ এপ্রিল) প্রকাশিত জরিপ মতে, বিশ্বের ৭০ শতাংশ বাঘের আবাস্থল এখন ভারত। মোদী বলেন, ‘এটা কেবল ভারতের সফলতা নয় এটা গোটা বিশ্বের সাফল্য।’
উল্লেখ্য, ১৯৭৩ সালে ভারতে বাঘ গননা জরিপ শুরু হয়। তাতে দেখা যায়, দ্রুতই আবাস্থল হারাচ্ছে এই প্রাণীটি। শিকারসহ আরও অনেক কারণে কমছিল বাঘের সংখ্যা। ৫৩ থেকে তখন অভয়ারণ্য নেমে এসেছিল ৯ টিতে। সেখান থেকেই শুরু হয় বাঘ সংরক্ষণ কার্যক্রম। ৫০ বছর আগে ভারতে বাঘের সংখ্যা ছিল ১৮০০।
সূত্র: আল জাজিরা