সাগরে ভাসছে ৪০০ অভিবাসন প্রত্যাশী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


সাগরে ভাসছে ৪০০ অভিবাসন প্রত্যাশী
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝামাঝি একটি নৌকা ভাসছে। যেকোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।


অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী সংস্থা অ্যালার্ম ফোনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


অ্যালার্ম ফোন টুইটারে জানায়, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল। কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিভাসীদের উদ্ধারে কোনো অভিযান শুরু করা হয়নি।


আরও বলছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।


অপরদিকে, জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে।


সংস্থাটি জানায়, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধারে কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।


জেবি/এসবি