ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে প্রাণ গেল ৪ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে প্রাণ গেল ৪ জনের
ফাইল ছবি

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে কমপক্ষে ৪ জন মারা গেছেন। এতে ৯ জন আহত হয়েছেন।


রবিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় মধ্যদুপুরে আল্পসের দক্ষিণ-পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এই তুষারধস হয়।


নিহত ব্যক্তিরা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। 


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী কারণে এই ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।