বস্তিতে থাকলে তাদের কেমন দেখা যেতো?
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা দরিদ্র হলে কেমন দেখতে হতেন সেটিই চিত্রিত করা হয়েছে। একজন ডিজিটাল শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে এসব ছবি এঁকেছেন। এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মিডজার্নি নামক একটি এআই প্রোগ্রাম ব্যবহার করে ভারতভিত্তিক গোকুল পিল্লাই কোটিপতিদের প্রতিকৃতির একটি সিরিজ তৈরি করেছেন। সেখানে তাদের বিশেষ সুবিধাপ্রাপ্ত জীবনকে বস্তির বাসিন্দাতে রূপান্তরিত করা হয়েছে।
গোকুল পিল্লাই যে ব্যবসায়িক ম্যাগনেটদের চিত্রিত করেছেন তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফ্ট বস বিল গেটস, ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি, মেটা প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ, আমেরিকান বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা ইলন মাস্ক।
পিল্লাই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'স্লামডগ বিলিয়নিয়ার' (বস্তি থেকে কোটিপতি) ক্যাপশনসহ ছবিগুলো পোস্ট করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে তিনি কাউকে ছেড়ে গেছেন কিনা। তার পোস্টটি ভাইরাল হয়েছে।
একজন মন্তব্যের ঘরে লিখেছেন, 'আশ্চর্যজনক, তাদেরকে দেখতে বাস্তব লাগছে।' এর আগেও মিডজার্নির সৃষ্টিগুলো আলোড়ন ফেলেছিল।
সূত্র: স্ট্রেইট টাইমস