ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া সেই নাফিজ কারাগারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া সেই নাফিজ কারাগারে
নাফিজ মোহাম্মদ আলম

ডয়চে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হয়।


রাজধানীর ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শামীম হোসেন।


অপরদিকে, আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে রবিবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বাসা বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ বাদী হয়ে মামলা করেন।