পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের গাড়িতে লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ৪ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১০ এপ্রিল) পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা।
দেশটির বেসামরিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানান, সোমবার নিহত ৪ ও আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।
আল জাজিরাকে তিনি বলেন, শহরের কান্দহারি বাজার এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এক মেয়ে ও আরেক বেসামরিক নিহত হয়েছেন।
হাসপাতালে উপস্থিত এক পুলিশ অফিসার জানান, এখনও এটি পরিস্কার নয় যে, হামলাটি আত্মঘাতি নাকি ঘটনাস্থলেই বোমা রাখা রাখা ছিল।
মিঠা খান নামে এই পুলিশ অফিসাবলেন, গাড়িতে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ছিলেন। তিনি একটি পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। তিনি অক্ষত থাকলেও গাড়িচালক ও নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।