ফের বিদ্যুৎ রফতানি কার্যক্রম চালু করল ইউক্রেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


ফের বিদ্যুৎ রফতানি কার্যক্রম চালু করল ইউক্রেন
ছবি: সংগৃহীত

যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ রফতানি কার্যক্রম ৬ মাস পর ফের চালু করেছে ইউক্রেন। 


বিভিন্ন গণমাধ্যমে জানায়, বিদ্যুৎ রফতানি সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইউক্রেন।


তবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারে বিপুল অর্থও প্রযোজন বলে জানিয়েছে জেলেনস্কি প্রশাসন।


দেশটির বিদ্যুৎ নেটওয়ার্কের অপারেটর ইউক্রেনারগো এখনও কেন্দ্রগুলোতে রুশ আক্রমণের আশঙ্কা থেকে বের হতে পারছে না। তারা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া তাদের কেন্দ্রগুলোতে ১ হাজার দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।


রাশিয়া গেল অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ আক্রমণ শুরু করে। এতে দেশটির অনেক অঞ্চলে ব্ল্যাকআউট যায়। শীতকালে রাশিয়ার আক্রমণ শহরগুলোকে অন্ধকারে ফেলে দেয়।