বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভারতীয় তরুণীর যৌতুকের মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৭ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
এবার যৌতুকের দাবিতে রাজধানীর সূত্রাপুর থানায় বাংলাদেশি এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভারতীয় তরুণী। গত ১০ এপ্রিল ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এখন পর্যন্ত অভিযুক্ত মো. আব্দুল ওয়াকিল নামের ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ভারতীয় তরুণী সাংবাদিকদেরকে বলেন, মামলা করায় আমাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আমার আপত্তিকর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আমি নিজের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে আছি।
এদিকে মামলার এজাহারে বলা হয়, মেডিকেলে পড়ালেখা করতে বাংলাদেশে আসেন ভারতীয় তরুণী। বর্তমানে তিনি এমবিবিএস কোর্সের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন। ২০২২ সালে বাংলাদেশি আব্দুল ওয়াকিলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নিলে ওয়াকিল তাকে হিন্দুধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় তরুণী মুসলিম ধর্ম গ্রহণ করেন। একই বছরের ১৭ সেপ্টেম্বরে ঢাকা জজ কোর্ট থেকে এভিডেভিড করে এক লাখ টাকা কাবিননামায় তারা বিয়ে সম্পন্ন করেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, কলকাতায় অনেক ধনসম্পদ আছে জেনে ওয়াকিল যৌতুক দাবি করতো। এসব বিষয়ে প্রতিবাদ করলে ভারতীয় তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই মো. ফিরোজ আলী বলেন, যৌতুকের জন্য মারধরের অভিযোগে ভারতীয় এক তরুণী মামলা দায়ের করেছেন। এ মামলাটির তদন্ত চলছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।