ভারতের কাছ জমি ফেরত পেল বাংলাদেশ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:০১ এএম, ১৩ই এপ্রিল ২০২৩


ভারতের কাছ জমি ফেরত পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রায় ৫০ বছর পর নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেয়েছে বাংলাদেশ।


বুধবার (১২ এপ্রিল) সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাপযোগ শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।


এ সময় বিজিবির পক্ষে ছিলেন- ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা।


স্থানীয়রা জানিয়েছেন, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ।


বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল।