পাবনায় কলা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনা সদরের মালিগাছা ইউনিয়নে একটি কলা বাগান থেকে হাসিবুল (১৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, হাসিবুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত হাসিবুল ওই গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে মনোহরপুর গ্রামের একটি কলা বাগানে এক কিশোরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বাগান মালিক আজমল পেশকার ও ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানান।
আরও পড়ুন: রামুতে দূর্বৃত্তের গুলিতে যুবক নিহত
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা জহুরুল ইসলাম ও মা নাজনিন নাহার। পরিবারের সদস্যরা জানান, হাসিবুল কেন বা কীভাবে মারা গেল তা তারা বুঝতে পারছেন না। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে তারা সন্দেহ করছেন। নিহতের বোন জুলিয়া জানান, তাদের কোনো শত্রু ছিল কি না তা স্পষ্ট নয়, তবে এই অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেন না
বিজ্ঞাপন
বাগান মালিক আজমল পেশকার বলেন, সকালে লোকজনের কাছে খবর পেয়ে আমি বাগানে গিয়ে দেখি একটি মরদেহ পড়ে আছে। এর পর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
বিজ্ঞাপন
পাবনা সদর থানার ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডল বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
এই ঘটনায় পুরো মনোহরপুর গ্রাম এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।








