Logo

রামুতে দূর্বৃত্তের গুলিতে যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৪ জানুয়ারি, ২০২৬, ১৬:০৮
রামুতে দূর্বৃত্তের গুলিতে যুবক নিহত
ফাইল ছবি।

কক্সবাজারে রামুর গর্জনিয়ায় দূর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

বিজ্ঞাপন

নিহত শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, শফিউল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় সক্রিয় চোরা কারবারি ও ডাকাত শাহীন বাহিনীর প্রধান শাহীন সহযোগী। সে একজন চিহ্নিত ডাকাত। ডাকাতি ও হত্যা সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে রামু থানায় ১২ টির বেশী মামলা রয়েছে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের বরাতে মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভোররাতে শফিউল আলম ওরফে লেদা পুতু নিজ বাড়ীতে অবস্থান করছিল। এক পর্যায়ে তার পূর্ব পরিচিত ৩ জন ব্যক্তি তাকে বাড়ী থেকে ডেকে বের করে। এর কিছুক্ষণ পরই তার মাথায় কয়েকটি গুলি করে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় শফিউল আলম ওরফে লেদা পুতুর মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ডাকাতদলের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী ইয়ামিন আক্তার বলেন, তার স্বামী লেবু চাষের পাশাপাশি সবজি ব্যবসা করতেন। গভীর রাতে বাড়ীতে তিনি খাবার খাচ্ছিলেন। এসময় তার পূর্ব পরিচিত ৩ জন লোক আলাপের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে পরে বাড়ীর সামনে পরপর কয়েকটি গুলি করে তার স্বামীকে ফেলে রেখে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD