Logo

গাইবান্ধায় জামাতে ইসলামের নির্বাচনেী জনসভায় অতিথি ড. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৫
গাইবান্ধায় জামাতে ইসলামের নির্বাচনেী জনসভায় অতিথি ড. শফিকুর রহমান
ছবি প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলায় জামায়াতে ইসলামী উদ্যোগে পলাশবাড়ীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর এবং গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর এবং গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এবং নায়েবে আমীর ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানও বক্তব্য রাখেন। স্থানীয় নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আগামীর একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী এবং দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’-য় ভোট প্রদানের আহ্বান জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD