ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক নবীন শেখ (২২), তিনি ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে এবং ট্রাকের হেলপার রাশেদ (৩০)। তবে প্রাথমিকভাবে হেলপার রাশেদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
বিজ্ঞাপন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইটভাটার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন








