বগুড়ায় জামায়াতের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৪ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
শহর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের।
জনসভায় বগুড়া জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বগুড়ার ৭টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীরাও মঞ্চে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে আসতে শুরু করেন। বেলা ১১টার মধ্যেই আলতাফুন্নেছা খেলার মাঠ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
জনসভায় দলটির নেতারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। বক্তৃতায় তারা আসন্ন নির্বাচনে বিজয়ী হলে দেশ ও জনগণের কল্যাণে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে, সে বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরছেন।
বিজ্ঞাপন








