শেরপুরে স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওয়ার্ড অফিস উদ্বোধন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় খানপুর ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এরশাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ কাউসার আলী কলিন্স উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম (সাঈদ), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রাহিম।
এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।








