Logo

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২৪ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৯
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে বিমানবন্দরের বিভিন্ন শাখা ও স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও কার্যকর করার বিষয়গুলো ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান বলেন, তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। এই আইনের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। একই সঙ্গে প্রশাসনে স্বচ্ছতা বাড়ে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, তথ্যের অবাধ প্রবাহ সরকারি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বাড়ায় এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। যথাযথ নিয়ম মেনে তথ্য প্রদান করলে জনগণের আস্থা আরও দৃঢ় হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সঠিক প্রক্রিয়ায় তথ্য সরবরাহের সংস্কৃতি গড়ে তুলতে পারলে প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী হয়। এ ধরনের উদ্যোগ সরকারি সেবার মানোন্নয়নেও সহায়ক।

বিজ্ঞাপন

চেয়ারম্যান বলেন, বেবিচক নিজস্ব ব্যবস্থার মাধ্যমে আইন অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য নিয়মিত সরবরাহ করে থাকে, যা সংস্থার প্রতি জনসাধারণের বিশ্বাস অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের উপ-পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আবিদুল ইসলাম এবং সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বিজ্ঞাপন

এ ছাড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিজাম উদ্দিন ও সহকারী পরিচালক (প্রশাসন) রমা রাণী বিশ্বাস।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া এবং দায়িত্ব পালনে সঠিক পদ্ধতি শেখার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে নাগরিকদের তথ্যসেবা আরও সহজ ও দ্রুত দিতে এ প্রশিক্ষণ সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে চেয়ারম্যান কর্মসূচির সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD