অভিবাসীদের জন্য অস্থায়ী কর্ম ভিসা চালু করলো সৌদি সরকার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৩ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


অভিবাসীদের জন্য অস্থায়ী কর্ম ভিসা চালু করলো সৌদি সরকার
ছবি: সংগৃহীত

অভিবাসীদের জন্য অস্থায়ী কর্ম ভিসা চলু করেছে সৌদি সরকার। এই ভিসাধারীরা প্রথমে ৩ মাসে সৌদিতে থেকে কাজ করতে পারবেন, পরবর্তীতে আবেদনসাক্ষেপে ভিসার মেয়াদ বৃদ্ধি করা করা যাবে। 


দেশটির নতুন ওয়েবসাইট কিওয়া’র মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসা পাওয়ার তিন মাস পর যদি তার মেয়াদ বাড়াতে হয়, সেক্ষেত্রেও আবেদন করতে হবে কিওয়া’তেই।


সৌদির সরকারি কর্মকর্তারা গণ্যমাধ্যমকে জানান, আবেদন করার পর দ্রুততম সময়ের মধ্যে ইস্যু করা হবে ভিসা। তবে নতুন এই ভিসাটি পেতে চাইলে আবেদনকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আর সেসবের  মধ্যে প্রধান শর্ত রয়েছে, যে আবেদন করবে সে যদি বেসরকারি কর্মী হন তাহলে সেই প্রতিষ্ঠানটি সরকারি নিবন্ধিত হতে হবে। 


এছাড়া আবেদনকারীর ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়  কোনো  কোন প্রকার যে আপত্তি জানায়, সেক্ষেত্রে তার আবেদন গ্রহণযোগ্য হবে না। 


আবার কেউ যদি ভিসা পেয়েও বাতিল করতে চা,  সেক্ষেত্রে তাকে নতুন ওই ওয়েভ সাইট কিউয়ার মাধ্যমে  ভিসা বাতিলের আবেদন করতে হবে। আবেদনের ৩০ দিন পর ভিসা বাতিল করা হবে বলে জানা গেছে।


তবে ভিসা বাতিলের জন্য যে অর্থ খরচ হয়েছে,  তা ৩০ দিনের অর্থ কেটে রেখে বাকীটা ফেরত দেবে সৌদি সরকার।