সন্তান জন্ম দিলেই মিলবে লাখ টাকা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:২৯ এএম, ১৩ই এপ্রিল ২০২৩


সন্তান জন্ম দিলেই মিলবে লাখ টাকা
ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

বিশ্বে কম জন্মহারের দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ দক্ষিণ কোরিয়া। এদিকে দেশটির সরকার সন্তান নেয়ার জন্য দম্পতিদের অর্থ সহায়তা দিচ্ছে। 


সন্তান নিলে সরকারের কাছ থেকে এককালীন ১ হাজার ৫১০ ডলার পান দেশটির বাবা-মায়েরা। আল জাজিরার।


এদিকে নবজাতকের বয়স এক বছর হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে ৫২৮ ডলার করে দেওয়া হয়। আর সন্তানের বয়স এক থেকে দুই বছরের মধ্যে হলে দেওয়া হয় মাসে ২৬৪ ডলার। 


এছাড়াও সন্তানের স্কুলে যাওয়ার বয়স হওয়ার আগপর্যন্ত মাসে ১৫১ ডলার করে সহায়তা দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। পাশাপাশি আনুষঙ্গিক সহায়তাও পান নিম্ন আয়ের পরিবার ও একাকী বাবা-মায়েরা।


স্থানীয় সরকারের পক্ষ থেকে একাধিক সন্তান নেয়ার জন্য দম্পতিদের বাড়তি সুবিধা ও সহায়তা দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম জেলা বুসানে। 


একই সুবিধা রয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেওলা প্রদেশের প্রত্যন্ত এলাকায়ও। এখানে একটি সন্তান জন্ম দেওয়ার জন্য মা-বাবাকে প্রতি মাসে ৪৫৩ ডলার দেওয়া হয়। সন্তানের বয়স সাত বছর হওয়া পর্যন্ত সহায়তা দেওয়া অব্যাহত থাকে।


সূত্র: আল জাজিরা