অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়
ছবি: সংগৃহীত

পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ধীরেধীরে তীব্রতর হচ্ছে দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসা। 


স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বা আগামীকাল সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।


বিশেষজ্ঞরা জানান, এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা।


অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর বিওএম জানিয়েছে, আকরিক লোহা রফতানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়।


আজ দিনের শুরুতে প্রথম প্রহরে ঘূর্ণিঝড়টি উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সূত্র: সিএনএন