তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫৪ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


তীব্র গরমে ৬ দিন স্কুল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

তীব্র গরমের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে সরকারের পক্ষ থেকে এবার নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল।  


দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। তবে অনেক মহলেই প্রশ্ন ওঠে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইছে এখন। এই আবহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এসে লাভ কী? 


একটি গণমাধ্যম বলছে, এমনই পরিস্থিতিতে এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আবহাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানান, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।


জেবি/এসবি