বাবা হচ্ছেন নেইমার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:০৪ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


বাবা হচ্ছেন নেইমার
প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে তার সন্তান। সোশ্যাল মিডিয়ায় নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন ব্রুনা। এমন খবর জানার পর ভক্তরা শুভেচ্ছা এবং শুভকামনা জানানো শুরু করেন।


ব্রুনা মোট ৫টি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল শর্টস ও ক্রিম রংয়ের টি-শার্ট পরা নেইমার তার প্রেমিকা ব্রুনার ‘বেবি বাম্প’-এ চুমু খাচ্ছেন। এমন কিছু ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি পর্তুগিজ ভাষায় জানান ব্রুনা। ব্রুনার এই পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।


ব্রুনার আইডি থেকে শেয়ার করা ছবিতে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’


তিনি আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদী এবং চাচা-চাচীরা তোমাকে খুব ভালবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।”