বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ, হংকংয়ের বিপক্ষে যে একাদশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হংকংয়ের বিপর্যয় হলেও টাইগাররা ফেভারিট হিসেবে মাঠে নামছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল এ আসরের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। ঢাকা ও সিলেটে দুই দফায় ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে লিটন দাস ও মোহাম্মদ শান্ত বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া টানা তিন সিরিজ জয় এবং দুই দফার সফল প্রস্তুতির অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। এবার মাঠে নিজেদের দক্ষতা প্রমাণের পালা।
হংকংয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল একবারই—২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে। তখন হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এবার এশিয়া কাপের প্রথম ম্যাচে ফেভারিট হিসেবে টাইগাররা কাঁধে দায়িত্ব নিয়ে খেলছে।
সম্ভাব্য একাদশ:
ওপেনার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন
ব্যাটিং অর্ডার: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন
পেস বোলিং: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব
স্পিনার: শেখ মেহেদী হাসান ও শামীম পাটোয়ারী (ব্যাটিং ও বোলিং দুটোই সক্ষম)
বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—শুরুর ম্যাচ থেকে আত্মবিশ্বাসী এবং জয়ের খোঁজে মাঠে নামা।
আরএক্স/