তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বাংলাদেশে আসছেন আসন্ন বিপিএল-এ ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে।
বিজ্ঞাপন
গত শনিবার রাতেই বাংলাদেশে পা রাখেন এই বিশ্বখ্যাত বোলার এবং ফ্র্যাঞ্চাইজি কর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোয়েব বলেন, আমি চাই তাসকিন আহমেদ আমার **গতি রেকর্ড ভেঙে দিক।
বিজ্ঞাপন
পাকিস্তানের এই প্রাক্তন তারকা ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন, যা এখনও অক্ষুণ্ণ।
আরও পড়ুন: মেসিকে ঘিরে ভারতের একশ কোটির ব্যবসা
শোয়েব আরও বলেন, আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। বাংলাদেশের মানুষও আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা জীবনভর মনে রাখব। এখানে এসে আমি সত্যিই খুশি।








