Logo

তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২১:০৫
1Shares
তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক : শোয়েব আখতার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বাংলাদেশে আসছেন আসন্ন বিপিএল-এ ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে।

বিজ্ঞাপন

গত শনিবার রাতেই বাংলাদেশে পা রাখেন এই বিশ্বখ্যাত বোলার এবং ফ্র্যাঞ্চাইজি কর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোয়েব বলেন, আমি চাই তাসকিন আহমেদ আমার **গতি রেকর্ড ভেঙে দিক।

বিজ্ঞাপন

পাকিস্তানের এই প্রাক্তন তারকা ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন, যা এখনও অক্ষুণ্ণ।

শোয়েব আরও বলেন, আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। বাংলাদেশের মানুষও আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা জীবনভর মনে রাখব। এখানে এসে আমি সত্যিই খুশি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD