মেসিকে ঘিরে ভারতের একশ কোটির ব্যবসা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ভারত সফর ঘিরে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিলেও শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়েনি। তিন দিনের এই সফরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো হলেও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’ নামে পরিচিত এই আয়োজনের ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
বিজ্ঞাপন
কলকাতায় ভিআইপি ও সাধারণ দর্শকদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ঝড় ওঠে। এক পর্যায়ে প্রায় ৮০ জন মানুষ মেসির চারপাশে ভিড় করে ফেলেন, যা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। অস্বস্তিকর পরিস্থিতির কারণে মেসি নির্ধারিত এক ঘণ্টার পরিবর্তে মাত্র ২২ মিনিট মাঠে অবস্থান করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পুরো আয়োজনকে ‘চুরি’ বলে আখ্যায়িত করে অভিযোগ করেন, মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। তার দাবি, পানির বোতলের দাম পর্যন্ত ১৫০ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে, যা সাধারণ দর্শকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ (ইডি) ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত তদন্তের আহ্বান জানান তিনি।
সফরের প্রথম দিনেই সল্টলেক স্টেডিয়ামে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টিকিট থাকা সত্ত্বেও অনেক দর্শক মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে গ্যালারি থেকে বোতল ছুড়তে থাকেন। এক পর্যায়ে গ্যালারির রেলিংয়ের গেট ভেঙে জনতা মাঠে ঢুকে পড়ে। কিছু সমর্থক স্টেডিয়ামের আসবাবপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হতে হয়।
বিজ্ঞাপন
এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় লিওনেল মেসির কাছে দুঃখ প্রকাশ করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা জানান।








