এক সপ্তাহে ছক্কার আরও দুই রেকর্ড গড়লেন অভিষেক

ছক্কা মারাকে যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন অভিষেক শর্মা। এক সপ্তাহ আগেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এক পঞ্জিকা বর্ষে ১০০টি টি–টোয়েন্টি ছক্কা হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়েছিলেন ভারতের এই ওপেনার। এবার মাত্র এক সপ্তাহের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড নিজের করে নিলেন তিনি।
বিজ্ঞাপন
ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। ইনিংসটিতে তিনটি চার ও তিনটি ছক্কা মারেন ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার।
এই ম্যাচে তিনটি ছক্কা মারার মধ্য দিয়েই টি–টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন অভিষেক। ১৬৩ ইনিংসে এই কীর্তি গড়ে তিনি হয়ে উঠেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৩০০ ছক্কার মালিক। এর আগে লোকেশ রাহুল ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন।
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রোহিত শর্মার দখলে। ৪৬৩ ইনিংসে তার ছক্কার সংখ্যা ৫৪৭। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি ৪১৪ ইনিংসে মেরেছেন ৪৩৫ ছক্কা। সূর্যকুমার যাদব ৩৪৫ ইনিংসে ৩৯৫ ছক্কা মেরে ৪০০ ছক্কার কাছাকাছি রয়েছেন।
৩০০–এর বেশি ছক্কা করা অন্য ভারতীয় ব্যাটাররা হলেন— সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ এই তালিকায় যুক্ত হলেন অভিষেক শর্মা।
বিজ্ঞাপন
ধর্মশালার ম্যাচে আরও একটি ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন অভিষেক। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি টি–টোয়েন্টিতে তিনটি আলাদা ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচে লুঙ্গি এনগিডির প্রথম বলেই ছয় মারেন তিনি। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমেও প্রথম বলেই ছক্কা মেরেছিলেন অভিষেক।
এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার ইনিংসের প্রথম বলে ছক্কা মারার কীর্তি গড়েন রোহিত শর্মা। এছাড়া যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনও এই কৃতিত্ব দেখিয়েছেন। তবে তিনবার প্রথম বলেই ছক্কা মারার নজির কেবল অভিষেক শর্মারই।








