হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক, হয়নি চোখাচোখিও

ছোটদের যুব এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব স্পষ্ট ছিল। অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে ভারত অধিনায়ক আয়ুশ ‘নো হ্যান্ডশেক’ নীতি মেনে চলেছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়।
টসের সময় ভারত অধিনায়ক আয়ুশ বা পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ কেউই সৌজন্যতা দেখাতে হাত মেলাননি। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দুই অধিনায়কের মধ্যে কোনো চোখাচোখি হয়নি; টস শেষে তারা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান।
বিজ্ঞাপন
এটি কোনো নতুন ঘটনা নয়। চলতি বছর মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের পর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত মেলাননি। এমনকি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ট্রফি নিতে ভারত ও ক্রিকেট প্রশাসনও সরাসরি সম্মতি দেয়নি।
পুরুষদের মতো মেয়েদের বিশ্বকাপেও ভারত অধিনায়ক হরমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এতে দেখা যাচ্ছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও ক্রীড়া দূরত্ব যুব স্তরেও কমেনি।
বিজ্ঞাপন
এশিয়া কাপের বর্তমান মিশনে ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২৯৭ রানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছে।








