Logo

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২৩:২৫
11Shares
আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মূল নিলাম সামনে রেখে আলোচনায় এসেছে রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলাম। আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামের আগে এই পরীক্ষামূলক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তোলা হয় তানজিমের নাম। নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল গুজরাট ফ্র্যাঞ্চাইজি। অন্য কোনো দল বিডে অংশ না নেওয়ায় ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যেই তানজিমকে দলে টেনে নেয় গুজরাট।

এর আগের দিন, শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মক নিলামের প্রথম পর্বে উঠেছিল বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানের নাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ঘিরে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দর হাঁকিয়ে সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে নেয় বেঙ্গালুরু।

বিজ্ঞাপন

নিলামের শুরুতে মোস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল বেঙ্গালুরু। শেষদিকে চেন্নাই বিডে যোগ দিলে বাড়তে থাকে তার দাম। দুই ফ্র্যাঞ্চাইজির টানাপোড়েনে এবার মোস্তাফিজের মূল্য গিয়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখ রুপিতে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।

বিজ্ঞাপন

এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তবে রূপ নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD