Logo

বিশ্বকাপ মাতিয়ে ৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন আমিরুলরা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৯
2Shares
বিশ্বকাপ মাতিয়ে ৬০ লাখ টাকা বোনাস পাচ্ছেন আমিরুলরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুব হকি দল ভারত বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর ৬০ লাখ টাকার আর্থিক বোনাস পাচ্ছেন। চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ ট্রফি জয়েও তাদের অবদান রয়েছে।

বিজ্ঞাপন

আজ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটের শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে ফেরার পর যুব দল এবং অ-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উভয় দলকে ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার প্রদান করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, "বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য যুব দলকে ফেডারেশন থেকে ৪০ লাখ টাকা, আর তিনি ব্যক্তিগতভাবে আরও ২০ লাখ টাকা প্রদান করবেন। ব্রোঞ্জজয়ী নারী দলকেও ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছেন।"

প্রশ্নে যে কোচিং স্টাফ ও অন্যান্যদের জন্য কি অংশ থাকবে, সাধারণ সম্পাদক বলেন, "এই সাফল্যে সবার অবদান রয়েছে। খেলোয়াড়রা সবচেয়ে বেশি পাবেন, কোচিং স্টাফ ও অন্যরা পাবেন কিন্তু খেলোয়াড়দের তুলনায় কম।"

বিজ্ঞাপন

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন আমিরুল, আর দলের চমকজাগানো পারফরম্যান্সে বড় অবদান রেখেছেন ডাচ কোচ আইকম্যান। তবে তার সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হয়েছে এবং তিনি আর দায়িত্ব নিতে চান না। সাধারণ সম্পাদক জানিয়েছেন, সরকার থেকে অর্থ পাওয়া গেলে তাকে রাখার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা বা ঘোষণা হয়নি। দলের ফিরতি দিনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগ করেন। বর্তমানে পদে আছেন আসিফ নজরুল।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD