Logo

পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৫
1Shares
পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
ছবি: সংগৃহীত

ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের। এই সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলার সূচি ছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন সূত্রের খবরে জানা যাচ্ছে, নির্ধারিত সময়ে এই সফর নাও হতে পারে।

বিজ্ঞাপন

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ার কারণেই বাংলাদেশ সফর পেছানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। গতকাল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের সূচি ঘোষণা করেন। সূচি অনুযায়ী, ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রও নিশ্চিত করেছে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটি অন্য কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে। তবে সিরিজের ম্যাচসংখ্যা কমানো হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিসিবির ওই সূত্র বলেন, “সিরিজের সূচি নতুন করে নির্ধারণ করা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। কোনো পরিস্থিতিতেই ম্যাচের সংখ্যা কমবে না। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে উপযুক্ত উইন্ডো ঠিক করে শিগগিরই জানানো হবে।”

তিনি আরও বলেন, “ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচের সময়সূচিতে সামঞ্জস্য আনা হতে পারে। পিসিবির সঙ্গে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে যাত্রা শুরু করা পিএসএলে ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে ছয়টি হয়। এবার নতুন করে আরও দুটি দল যুক্ত হওয়ার কথা রয়েছে।

সবশেষ গত জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজ খেলেছিল পাকিস্তান। সে সিরিজে ২–১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD