মেসিকে ভারতের জার্সি ও বিশ্বকাপের টিকিট উপহার

দিল্লি পর্ব দিয়ে শেষ হলো লিওনেল মেসির ৩ দিনের ভারত সফর। সফরের শেষ দিনে মেসি ও তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে মেসি সেলিব্রিটি মেসি অল স্টারস দলের সঙ্গে খেলেন। ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দল ৬-০ ব্যবধানে জয়ী হয়।
উপস্থিত অনুষ্ঠানে জয় শাহ মেসির হাতে জার্সি তুলে দেন, যাতে ফুটবলারের নাম ও নম্বর লেখা ছিল। পাশাপাশি তিনি মেসিকে উপহার দেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট।
উচ্চপর্যায়ের অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতের ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।








