Logo

ভালো বোলিং করেও দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১
1Shares
ভালো বোলিং করেও দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

আইএল টি–টোয়েন্টি ম্যাচে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ গড়েও জয় পায়নি দুবাই ক্যাপিটালস। দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করলেও অন্য বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার মানতে হয়েছে দলটিকে।

বিজ্ঞাপন

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। ওপেনার লুইস দু প্লেসিস মন্থর ইনিংস খেলেন—৪৪ বলে করেন ৫৪ রান, যা রানের গতি কিছুটা কমিয়ে দেয়। গুলবাদিন নাইবও ২০ বলে ২১ রান করে দলের স্কোর ত্বরান্বিত করতে ব্যর্থ হন। তবে জর্ডান কক্সের ৩০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দুবাই।

জবাবে টিম ভাইপারস ভালো শুরু করে এবং মাঝেমধ্যে উইকেট হারালেও শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিশ্চিত করে। ভাইপারসের জয়ে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডার স্যাম কারেন। ব্যাট হাতে তিনি ৩৩ বলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন।

বিজ্ঞাপন

বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন দুবাইয়ের সেরা পারফরমারদের একজন। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি নেন ১ উইকেট। পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানকে ১২ বলে ১৪ রানে আউট করেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের ইকোনমি ছিল ৮-এর নিচে, যা দলের অন্য বোলারদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো।

তবে দলের সামগ্রিক বোলিং ব্যর্থতায় মুস্তাফিজের এই ভালো পারফরম্যান্সও জয় এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় টিম ভাইপারস।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD