দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৩১ পিএম, ২৬শে এপ্রিল ২০২৩


দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে
ছবি: সংগৃহীত

কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে পদ্মা পার হওয়া যাচ্ছে। 


বুধবার (২৬ এপ্রিল) সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে এ চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা যায়, লঞ্চঘাটে থেমে থেমে যাত্রী আসছে। ১২০-১৫০ জন যাত্রী নিয়ে ১৫-২০ মিনিট পর পর ছেড়ে যাচ্ছে একেকটি লঞ্চ। ঘাট এলাকায় কোনো যানবাহনের সিরিয়াল নেই।


বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে আজ বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই নৌরুট দিয়ে ৪৬৩টি বাস, ৪০০টি ট্রাক, ১ হাজার ১৬৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস এবং ১ হাজার ৬৫১টি মোটরসাইকেল পার করা হয়েছে। এতে ৩১ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকার টোল আদায় হয়েছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন জানান, এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই।