ঈদে মাওয়া ঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
মুন্সীগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকার শিমুলিয়া ফেরিঘাট ও সাবেক ঘাটে পবিত্র ঈদুল ফিতরের ৪ দিন পরেও পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে।
আবহাওয়া ও আইনশৃংখলা পরিস্থিতি ভালো থাকায় ঈদ পরবর্তী ছুটির অংশ হিসেবে স্বপ্নে পদ্মা সেতু দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দর্শনার্থীর আগমণ ঘটে এখানে। এতে এখানকার রেস্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে।
পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ট্রলারে করে খুব কাছ থেকে পদ্মা সেতু ঘুরে দেখছেন। চাইলেই দর্শনার্থীরা জনপ্রতি মাত্র ১০০ টাকায় ট্রলারে করে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
সরেজমিনে দেখা গেছে, ঈদ উপলক্ষে দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ পদ্মা নদীর তীরবর্তী এলাকার মাওয়া এলাকায় ভিড় জমাচ্ছেন। শিমুলিয়া ঘাট ও মাওয়া পুরাতন ফেরি ঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন ট্যুরিস্ট পুলিশ। লক্ষ্য করা যায়, শিমুলিয়া ঘাট এলাকায় ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের খোঁজ খবর নিচ্ছেন। ট্রলারের যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান করার পরামর্শ দিচ্ছেন।
অসীম নামের এক শিশু দর্শনার্থী বলেন, ট্রলারে করে খুব কাছ থেকে পদ্মা সেতু দেখছি। এখানে অনেক ভালো লাগছে।
নাঈম নামে এক পর্যটক বলেন, এতোদিন টিভিতে পদ্মা সেতু দেখলেও পরিবার পরিজন নিয়ে এখানে এসেছি সবাই মিলে সরাসরি নান্দনিক পদ্মা সেতু দেখার সৌভাগ্য হলো। এখন রেস্টুরেন্টে যাচ্ছি পদ্মার রূপালী ইলিশ ভাজার স্বাদ নিতে।
স্থানীয় দোকানিরা বলছেন, ঈদ পরবর্তী সময়ে আবহাওয়া ও আইনশৃঙ্খলা ভালো থাকায় এখানে দর্শনার্থীদের ভিড় বেশি হচ্ছে।
পদ্মা ব্রিজ জোন (মুন্সীগঞ্জ) ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মো. সাবের রেজা বলেন, ঈদ উপলক্ষে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় বেশী হচ্ছে। দর্শনার্থীরা যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারেন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া এখানকার রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানিরা যেন খাবারের গুনগত মান ঠিক রাখেন সেই দিকে খোঁজ খবর রাখা হচ্ছে। পর্যটকদের কাছ থেকে খাদ্যসহ অন্যান্য পণ্য সামগ্রীর অতিরিক্ত মূল্য না রাখা ও ভালো ব্যবহার করার জন্য দোকানিদের বলা হচ্ছে। যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার অহ্বান জানিয়েছেন তিনি।