নাগরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পালন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩


নাগরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পালন
ছবি: জনবাণী

টাঙ্গাইলের নাগরপুরের ভারড়া ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা (এসএসকে) ও সুশীলন এনজিওর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৬ এপ্রিল) উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসএসকে সুশীলন টিমের লিডার আবু হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, আইসিই ফিল্ড কো-অর্ডিনেটর শামীমা ইয়াসমিন প্রমুখ।


কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় কাডর্ধারীরা কিভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পেতে পারবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করা হয়। 


এছাড়াও কর্মসূচির ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দুটি নাটক, তিনটি উঠান বৈঠকের আয়োজন করা হবে।