রোহিতকে আইপিএল থেকে বিরতি নিতে বললেন গাভাস্কার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

আইপিএলের আসরে রোহিত শর্মার দল পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল মুম্বাই। চলতি আইপিলে মুম্বাই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা।
এবার এই পরিস্থিতিতে রোহিত শর্মাকে আইপিএল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার জানান, ব্যাটিং অর্ডারে (মুম্বাই ইন্ডিয়ান্সের) আমি কিছু পরিবর্তন দেখতে চাই। একইসঙ্গে আমার মনে হয় রোহিত শর্মার উচিত বিশ্রাম নিয়ে নিজেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি করা।
তিনি আরও বলেন, বিরতি নিয়ে রোহিত আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে ফিরে খেলুক। আমার মনে হয় এখন তার দরকার বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ওঠা। তাকে কিছুটা বিধ্বস্ত বলে মনে হচ্ছে। আমার ধারণা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বেশি ভাবছে।
একইসঙ্গে গাভাসকার জানান, এবারের আইপিএলের প্লে অফে ওঠা মুম্বইয়ের জন্য সহজ হবে না। তিনি বলেন, একমাত্র কোনও অলৌকিক ঘটনা হলে তবেই এবারের প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছতে পারবে।