রাজবাড়ীতে পদ্মার কাতল ২১ হাজারে বিক্রি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩


রাজবাড়ীতে পদ্মার কাতল ২১ হাজারে বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা হয়েছে। পরে মাছটি ২১ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে পদ্মা নদীতে স্থানীয় জেলে কুব্বাত হালদারের জালে মাছটি ধরা পড়ে।


জেলে কুব্বাত হালদার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন পর মাছ শিকারে বের হয়েছিলাম। ভোর সাড়ে ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে জাল তুলতেই কাতল মাছটি ভেসে ওঠে। পরে মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ২০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।


মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, ১৭ কেজি ওজনের কাতল মাছটি ২০ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।