গাজীপুর সিটি নির্বাচন
মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সমর্থকসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে মেয়র পদে মা জায়েদা খাতুনের নামে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।