গোপালগঞ্জে সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দী ইউনিয়নের ঘোষগাতী গ্রামের ঘোষগাতী-সোনাশুর সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বীর মুক্তিযোদ্ধাসহ গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তারা একে অপরের হাতে হাত রেখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঘোষগাতী সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ওই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ এ বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদসহ মানববন্ধনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা এম.এইচ. দাড়িয়া মঞ্জু (৬৫), বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান দাড়িয়া (৭৮), মো. হাফিজুর রহমান আজাদ (৫২), মো. ইকরাম মোল্যা (৫০), মো.রিপন দাড়িয়া (৩৮), মাহামুদ মোল্যা (১৬), নজরুল ইসলাম (৬০), পারভীন সুলতানা জেসি বেগম (৩০) জানান, তৎকালীন মন্ত্রী ও সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর আবাল্য বন্ধু হওয়ার সুবাদে এই এলাকায় বঙ্গবন্ধুর অবাধ বিচরণ ছিলো। এখানে আসছেন সুযোগ পেলেই তিনি ঘোষগাতী গ্রামে আসছেন।
এছাড়া গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি একাধিকবার এখানে সমাবেশ করেছেন এবং তার নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সড়কটি বাস্তবায়ন করছে। এদিকে ঠিকাদার কর্তৃক খানা-খন্দ সহ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের সকল শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ। সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি'র হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রামবাসীরা। মানববন্ধন শেষে এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে গ্রামবাসীদের পক্ষে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে মানববন্ধনের খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস.এম.জাহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে গণমাধ্যমকে জানান, সিডিউল মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ঘোষগাতী-সোনাশুর সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।