রোনালদোর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন জর্জিনা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩


রোনালদোর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন জর্জিনা
রোনালদো - জর্জিনা

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। বিয়ে না করলেও অনেক বছর ধরেই এক ছাদের নিচে বেশ সুখে-শান্তিতেই বসবাস করছিলেন তারা। তাদের দু’টি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে যে, প্রেমিকা জর্জিনাকে নিয়ে সুখী নন রোনালদো।


এক টিকটকারের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানায়, ‘জর্জিনা রদ্রিগেজের ওপর থেকে মন উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তারা বিচ্ছেদের কথা ভাবছেন।’ 


ইন্টারনেটের যুগে ওই খবর রকেট গতিতে ছড়িয়ে পড়েছে। রোনালদোর সন্তানের মা জর্জিনার কানে যেতেও সময় লাগেনি। বিষয়টি নিয়ে জবাবও দিয়েছেন। 


জর্জিনা জানান, যারা তাদের সম্পর্ক নিয়ে ঈর্ষা করেন কেবল তারাই এমন খবর ছড়িয়েছে। মূলত ঈর্ষান্বিত কেউ একজন এই গুজব আবিষ্কার করেছে, গালগল্পবাজ কেউ এটা ছড়িয়ে দিয়েছে আর নির্বোধ লোকজন এটা বিশ্বাস করেছে।’