শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:১৩ পিএম, ২৯শে এপ্রিল ২০২৩

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনিভাংগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন টাংগাইলের দেলদুয়ার থানার হেরেনাপাড়া গ্রামের ফুলচান মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নিহত আবুল হোসেন আজ ভোরে টাংগাইল নিজ বাড়ি হতে মোটরসাইকেল চালিয়ে শ্রীপুরের দিকে আসার পথে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনিভাংগা মোড়ে বিপরীতদিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে স্থানীয় লোকজন কালিয়াকৈর থানা এলাকার ফুলবাড়িয়া বাজারে সন্দেহ জনকভাবে একটি ট্রাক আটক করে। এসময় ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পুলিশ ট্রাকটিকে তাদের হেফাজতে নেয়। তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএক্স/