কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল শ্রীপুর উপজেলা যুবলীগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩


কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল শ্রীপুর উপজেলা যুবলীগ
কৃষকের ধান কেটে দিচ্ছে যুবলীগ

গাজীপুরের শ্রীপুরে কৃষকের ধান কেটে দিচ্ছেন যুবলীগের কর্মীরা। বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছিলেন না শ্রীপুর পৌর ১ নং ওয়ার্ডের কৃষক মোবারক হোসেন। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে যুবলীগ। 


শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব, ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেন যুবলীগের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক মোবারক হোসেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সেই আহ্বানে সাড়া দিয়ে উপজেলা যুবলীগ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়। এসময় কৃষকের ধান কাটার মধ্যে অংশ নেন। যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান, ইদ্রিস আলী, কবির হোসেন, হুমায়ূন কবির হিমু, শামীম ভূঁইয়া, তুষার আহমেদ, মাসুম, খোকন আহমেদ সহ উপজেলা পৌরসভা ইউনিয়নের প্রায় শতাধিক যুবলীগ নেতাকর্মী।


জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব  বলেন, এ বছরে দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে জেলা ও উপজেলা যুবলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।


উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন বলেন, আজ তীব্র গরমের মধ্যে কৃষক মোবারক হোসেনের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলা মধ্যে অসহায় কৃষকের ধান কেটে দেয়া হবে। কৃষকের মুখে হাসি ফোটাতে যুবলীগ ধান কাটার কার্যক্রম শুরু করেছে। 


কৃষক মোবারক হোসেন বলেন, আমার দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনা পারিশ্রমিকে যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। প্রধানমন্ত্রী ও যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরএক্স/