শ্রীনগরে বিএনপির ৫৩ নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


শ্রীনগরে বিএনপির ৫৩ নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা
ছবি: জনবাণী

গ্রেফতার হওয়া শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপির ৫৩ নেতাকর্মীকে শ্রীনগরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।এর আগে ১৯ মার্চ রাতে ঢাকার বনানী ক্লাব থেকে তারা গ্রেফতার হয়।  


শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২ টায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের উত্তর কোলাপাড়া গ্রামে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মমিন আলীর আয়োজনে তার নিজ বাড়িতে এসব নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। 


এ সময় অনুষ্ঠানটি নেতা কর্মীদের ঈদ পুনর্মিলনীতে পরিণত হয়। শুভেচ্ছা প্রদান ও ঈদ পুনর্মিলনীতে অংশ গ্রহন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম হোসেন খান, বিএনপি নেতা মুজাহিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক শিকদার, আজিজুল হক খান, দেলোয়ার হোসেন ভূঁইয়া, জাহিদুল ইসলাম, শিলা কামাল, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মুস্তাফিজুর রহমান রিপন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল জামান চৌধুরী আদিত্য, সিরাজদিখান থানা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিক, যুগ্ন আহবায়ক রিয়াদ মোল্লা, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রাকিব মোল্লা, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স নাদিম, সহ-সম্পাদক জহির খান, যুবদল নেতা মঈনুল ইসলাম, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি নাফিজ খান প্রমুখ।


বনানী থানা পুলিশ ও ডিবি’র হাতে আটক নেতা কর্মীরা ওই দিন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মমিন আলীর আমন্ত্রনে বনানী ক্লাবে নৈশ ভোজে অংশ গ্রহন করতে সমবেত হয়েছিলেন। সম্প্রতি কয়েক ধাপে তাদের জামিন মঞ্জুর করে আদালত।


আরএক্স/