সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানালেন মেসি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১লা মে ২০২৩


সৌদি আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ  জানালেন মেসি
লিওনেল মেসি

গেল কাতার বিশ্বকাপে সৌদির কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাস তিনেক পর সেই সৌদ আরবে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ করছেন মেসি!


শনিবার (৩০ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়া  ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেখানে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি এমন অপ্রত্যাশিত বিস্ময় যখনই সম্ভব হয় তখনই বের হই।'


মেসির পোস্ট করা ওই ছবি আর ক্যাপশন দেখে হয়তো অনেকে ভাবনায় পড়ে গেছেন সমর্থকরা। আসলে মেসি হলেন সৌদি আরবের ভ্রমণ বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ কারণেই ভিজিটসৌদি’ হ্যাশট্যাগ' দিয়ে তিনি এমন পোস্ট করেছেন। 


গেল বছরের মে মাসে জেদ্দায় গিয়েছিলেনে আর্জেন্টাইন এ তারকা। তখনই মেসিকে ভ্রমণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে সৌদি আরব। পরে পিএসজির হয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জানুয়ারিতে দেশটিতে যান তিনি। গিয়েছেন সর্বশেষ মার্চেও। গত এক বছরে কমপক্ষে ৩ বার সৌদিতে গিয়েছেন তিনি।