ঘাটাইলে বনের ভিতর বৃদ্ধের লাশ!


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫০ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩


ঘাটাইলে বনের ভিতর বৃদ্ধের লাশ!
বনের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ

টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।


সোমবার (১ মে) বেলা সাড়ে ৩টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কোঁচপাড়া জাঙ্গাইলাচালা থেকে সাকেদ আলী (৮০) নামক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ ইউনিয়নের হরিনাচালা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় সাকেদ আলী(৮০) বাড়ি থেকে নিখোঁজ হয়। সোমবার দুপুরের দিকে দেওপাড়া ইউনিয়নে বনের পাশ দিয়ে লোকজন চলাচল করার সময় বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখতে পায়। 


পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পাঁচ ছেলে তাঁরা সবাই প্রবাসী বলে জানা যায়।


এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, "বিষয়টি বিকাল ৩টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে জানতে পাই তিনি অপারেশনের রোগী ছিলেন এবং বয়স্ক মানুষ।এটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে"।


আরএক্স/