বেড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা

বখাটেদের এলোপাথরী কিল, ঘুসি, চাকুর আঘাতে প্রধান শিক্ষক আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান
বিজ্ঞাপন
পাবনার বেড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়েছে প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈটোলা ইউনিয়নের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে।
এ ঘটনায় গত সোমবার দুপুরে কৈটোলা কুটিশর বাজারের পাশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বিজ্ঞাপন
মানববন্ধন এবং প্রতিবাদ সভায় অভিভাবক, শিক্ষার্থীরা দোষী বখাটেদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
বিজ্ঞাপন
জানা গেছে, বেশ কিছু দিন যাবত বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে পার্শ্ববর্তী মোনাকষা গ্রামের আজগর আলীর ছেলে নাহিদ (১৯) তার বন্ধুদের নিয়ে ছাত্রীদের উত্যক্ত করে আসছে। ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক আবু মো, সাইফ উদ্দিন মোল্লা (৩৬) বাঁধা দেয় এবং তারা যেন এখানে এসে এভাবে মেয়েদের ইভটিজিং না করে এ বিষয়ে সর্তক করে দেন। এই ঘটনার জের ধরে গত ২৮ এপ্রিল সন্ধ্যায় কৈটোলা কাচারী বাজারের তৌফিকের স্টুডিওতে বসে থাকা অবস্থায় বখাটে নাহিদ তার ৫-৬ জন বন্ধুদের নিয়ে পথিমধ্যে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। বখাটেদের এলোপাথরী কিল, ঘুসি, চাকুর আঘাতে প্রধান শিক্ষক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।








