অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫৫ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩
নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে হীরা মনি নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২ মে) এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শিক্ষার্থীর মা শাহিদা বেগম জানান, আমার মেয়ে এবছর তুলনাম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ পরীক্ষা দিয়ে বাসায় অটোরিকশায় চড়ে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। এসময় তার গলায় একটি চেন ও দুটি কানের দুল নিয়ে যায় প্রতারক চক্রটি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক এসএসসি পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।